নিউজ ডেস্ক: ডিমের খোসা ভেঙে মুরগি ছানা বেরিয়ে আসবে, এমনটাই প্রকৃতিগত নিয়ম। কিন্তু গবেষণাগারে সম্পূর্ণ বিপরীত কাজটি করে দেখাল জাপানের একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অর্থাৎ ডিমের খোসা ছাড়াই গবেষণাগারে মুরগি ছানা সৃষ্টি করেছে তারা।
যা সত্যিই এক অবিশ্বাস্য ব্যাপার এবং অবিশ্বাস্য দৃশ্য। ডিমের খোসা বাদ দিয়ে শুধু কুসুম থেকে বাচ্চা হতে পারে, অভূতপূর্ব দৃশ্য সরাসরি অনলাইন ভিডিওতে প্রচারও করেছে তারা।
বৈজ্ঞানিক গবেষণার অংশ হিসেবে একটি প্ল্যাস্টিকের কাপে কুসুম থেকে মাত্র ২১ দিনের কৃত্রিম উপায়ে ডিমের খোসা ছাড়াই মুরগি ছানা তৈরি করেছে দেখিয়েছে গবেষক তাহারার নেতৃত্বে। এই আশ্চর্যজনক ঘটনাটি ইউটিউবেও প্রকাশ করা হয়েছে।
একটি প্ল্যাস্টিকের পাত্রে কুসুম নিয়ে তার মধ্যে প্রয়োজনীয় রাসায়নিক যোগ করে তা ইনকিউবেটরে রাখার পর দেখা গেছে, ৩ দিনের মাথায় কুসুমটিতে মুরগি ছানার হৃদয় গঠন হতে এবং ৫ দিনের মাথায় ভ্রুণে পরিণত হতে। ২১ দিনের মাথায় দেখা গেছে, একটি জ্যান্ত মুরগির ছানা!
অবিশ্বাস্য এই কীর্তির বিস্তারিত প্রক্রিয়াটি জাপানের পোল্ট্রি সায়েন্স জার্নালে প্রকাশ করা হয়েছে।
Be the first to comment on "ডিমের খোসার বাইরে মুরগি সৃষ্টি (ভিডিওসহ)"