নিউজ ডেস্ক : ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর তুরস্কে ৪২টি হেলিকপ্টার ও ১৪টি যুদ্ধজাহাজ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন এক তুর্কি কর্মকর্তা। তুরস্কে বিশৃঙ্খলা সৃষ্টিতে এসব হেলিকপ্টার ব্যবহৃত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
ইস্তাম্বুল থেকে আরও কয়েকটি সূত্র তুর্কি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ নিখোঁজ হওয়ার খবর দিয়েছে। এর আগেও কয়েকটি গণমাধ্যম হেলিকপ্টার ও যুদ্ধজাহাজ নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিল।
উল্লেখ্য, এর আগে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর সে দেশের ১৪ জন হেলিকপ্টার পাইলটকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ চলছে। এ নিয়ে পর্যন্ত ১৮ জন পাইলটকে গ্রেফতার করা হয়েছে।
Be the first to comment on "তুরস্কে ৪২ হেলিকপ্টার ও ১৪ যুদ্ধজাহাজ নিখোঁজ"