শিরোনাম

তুষারপাতের আগেই ভারতে জঙ্গি ঢোকাতে চায় পাকিস্তান

নিউজ ডেস্ক : জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় শীতে তুষারপাতের আগেই বেশ কিছু জঙ্গিকে ভারতে ঢুকিয়ে দিতে চাইছে পাকিস্তান।
হয়তো ‘সার্জিক্যাল স্ট্রাইকে’র পাল্টা দিতে চাইছে ভারতকে। তারই জমি তৈরি করতে আগামী তিন দিন ধরে নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তের ও পারে পাক সেনাবাহিনী বা জঙ্গিরা লাগাতার গোলাবর্ষণ করে যেতে পারে। ভারতীয় গোয়েন্দাদের কাছে তেমনই খবর রয়েছে।

শুক্রবার ভোর থেকেই দফায় দফায় কাশ্মীরের নৌশেরা সেক্টরে পাক সেনাবাহিনী বেশ কিছু ক্ষণ ধরে ভারী গোলাবর্ষণ করেছে।

ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর, গত তিন/ চার দিন ধরেই নিয়ন্ত্রণরেখার ও পারে এসএসজি কম্যান্ডোদের ১৪/১৫টি প্লাটুন মোতায়েন করেছে পাকিস্তান। ওই প্লাটুনগুলির নেতৃত্ব দিচ্ছেন কর্নেল পদমর্যাদার এক সে‌না অফিসার।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "তুষারপাতের আগেই ভারতে জঙ্গি ঢোকাতে চায় পাকিস্তান"

Leave a comment

Your email address will not be published.


*