নিউজ ডেস্ক : ঐতিহাসিক টেস্টের প্রথম ইনিংসে ৪৯ রান করে আউট হয়েছিলেন দেশসেরা ওপেনার। সেই আক্ষেপ নিশ্চয়ই তাকে কুড়ে কুড়ে খেয়েছে। দ্বিতীয় ইনিংসে তার সমাপ্তি টানলেন তামিম ইকবাল। জন্মদিনের একদিন আগে ক্যারিয়ারের ৪৯তম টেস্টে ২২তম হাফ সেঞ্চুরি তুলে নিলেন তামিম। ৮৭ বলে ৩ বাউন্ডারিতে তিনি এই ম্যাজিক ফিগারে পৌঁছান। তামিম এবং সাব্বিরের ব্যাটে শুরুর বিপদ কাটিয়ে এখন ম্যাচে ফিরেছে বাংলাদেশ। জয়ের জন্য টাইগারদের দরকার ১০২ রান!
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২২ রানেই দুই উইকেট হারিয়েছে মুশফিক বাহিনী। লঙ্কান অধিনায় রঙ্গনা হেরাথের পরপর দুই বলে ফিরে গেছেন ওপেনার সৌম্য সরকার (১০) এবং ইমরুল কায়েস (০)। হেরাথের বলে তুলে মারতে গিয়ে উইকেট দিয়ে দিলেন সৌম্য। লং অফে ক্যাচ নিলেন উপুল থারাঙ্গা। হেরাথের পরের বলটি ডিফেন্ড করতে চেয়েছিলেন ইমরুল কায়েস। ভেবেছিলেন টার্ন করবে। কিন্তু টার্ন করেনি। ব্যাটের কানায় লেগে স্লিপে গুণারত্নের তালুবন্দী হলেন তিনি।
এর আগে দ্বিতীয় ইনিংসে ৩১৯ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ১৯১ রানের।
Be the first to comment on "দারুণ ব্যাটিংয়ে তামিমের হাফ সেঞ্চুরি"