শিরোনাম

‘নতুন প্রজন্মই পারবে পৃথিবীকে বদলে দিতে’

নিউজ ডেস্ক : সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, নতুন প্রজন্মই পারবে পৃথিবীকে বদলে দিতে।

বুধবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পড়াশুনার যেমন প্রয়োজন রয়েছে, তেমনি নাচ, গান, খেলাধুলারও প্রয়োজন রয়েছে। কারণ সংস্কৃতি চার্চ মানুষের মেধা বিকাশে সহায়তা করে।

তিনি বলেন, মেধা বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চাও প্রয়োজন বলে জানিয়েছেন।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, আমার বিশ্বাস নতুন প্রজন্মই পারবে পৃথিবীকে বদলে দিতে। মানবিক মূল্যবোধ না থাকায় গুলশানে ঠাণ্ডা মাথায় এতোগুলো মানুষকে খুন করেছে। তবে গুলশানের ঘটনা নতুন প্রজন্মরা ঘৃণ্যভারে বর্জন করেছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "‘নতুন প্রজন্মই পারবে পৃথিবীকে বদলে দিতে’"

Leave a comment

Your email address will not be published.


*