নিউজ ডেস্ক : নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালীতে বোমা তৈরীর সময় বিস্ফোরণে অন্তত আটজন আহত হয়েছে। রবিবার রাতে আলোকবালী দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলো, একই এলাকার জুয়েল, নাইম, বেদন, সুমন, জলিল মিয়া, হানিফা, তপু মিয়া ও কাউছার মিয়া।
এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে সাহেব মেম্বার ও রুবেল মিয়ার বাহিনীর মধ্যে বিরোধ চলছিলো। প্রতিপক্ষকে ঘায়েল করতে সাহেব মেম্বারের দল দেশীয় অস্ত্র সংগ্রহের পাশাপাশি বিস্ফোরক দ্রব্য দিয়ে বোমা তৈরী করছিলো। এসময় বিস্ফোরণে এ ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের পর এলাকাবাসী ও পরিবারে সদস্যরা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করে।
তবে এখনও পর্যন্ত পুলিশের কাছ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মেস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Be the first to comment on "নরসিংদীতে বোমা তৈরীর সময় বিস্ফোরণে আহত ৮"