নিউজ ডেস্ক : দেশের সব থেকে বড় নির্বাচনী প্রক্রিয়ায় চলছে বিশাল মাপের জালিয়াতি। এর মধ্যে সংবাদমাধ্যম এবং বিরোধী রাজনৈতিক ব্যক্তিরা জড়িত রয়েছেন। সেই কারণে নির্বাচন বাতিল করা এবং বিজয়ী হিসেবে নিজের নাম ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন আমেরিকার রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনের চূড়ান্ত প্রক্রিয়ার এক পক্ষকাল আগে এক জনসভায় দাঁড়িয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থীর এমন মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। যদিও রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্পকে নিয়ে বিতর্ক নতুন কিছু নয়।
এরই মাঝে বৃহস্পতিবার আমেরিকার ওহাইও প্রদেশের একটি জনসভায় ট্রাম্প বলেছেন, ‘এই মুহূর্তে আমি ভাবছিলাম, আমাদের নির্বাচন বাতিল করা উচিত এবং ট্রাম্পকে বিজয়ী ঘোষণা করা উচিত।’
এছাড়া তার বিরোধী ডেমোক্র্যাটিক দল মনোনীত প্রার্থী হিলারি ক্লিনটনের নীতি খুব খারাপ, এ বিষয়ে রিপাবলিকানদের সঙ্গে তাদের বিশাল পার্থক্য রয়েছে বলেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
Be the first to comment on "নির্বাচন বাতিলের দাবি ডোনাল্ড ট্রাম্পের"