শিরোনাম

নেত্রকোনায় সরকারি ওষুধসহ আটক ২

নিউজ ডেস্ক : নেত্রকোনার গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শহরের পুরাতন জেলখানা সড়কের কাটলি ব্রিজ থেকে দেড় লাখ টাকা মূল্যের সরকারি অ্যান্টিবায়োটিক ওষুধসহ দুইজনকে আটক করেছেন।

আটকৃতরা হলেন, পশ্চিম কাটলি এলাকার মো. ফজর আলীর ছেলে মো. মোতালেব (৩২) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কোণাপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে রফিকুল ইসলাম (২৫)।

নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক মো. শরীফুল হক জানান, নেত্রকোনা সিভিল সার্জনে কর্মরত অসাধু কর্মচারীদের মাধ্যমে সরকারি এসব ওষুধ অবৈধ পথে বিক্রি হয়ে যায়। এ কারণে হাসপাতালে রোগীরা বিনামূল্যে ওষুধপ্রাপ্তির সংকটে থাকেন। যারা এসব কর্মকাণ্ডে জড়িত তারা দেশ ও জনগণের শত্রু।

তবে সিভিল সার্জন কার্যালয়ে কারা এই ওষুধ বিক্রির সঙ্গে জড়িত তা খুঁজে বের করা হবে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "নেত্রকোনায় সরকারি ওষুধসহ আটক ২"

Leave a comment

Your email address will not be published.


*