নিউজ ডেস্ক ॥ নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়নের কামাল প্রতাব গ্রামে সাফি মোল্লা (৩৫) নামে একজন যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সে ওই গ্রামের বজলু মোল্লার ছেলে। শুক্রবার (১৩ মার্চ) রাত নয়টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার কামাল প্রতাব বাজারে একটি দোকানে বসে গল্প করছিলেন ওই যুবক। হঠাৎ ৮-১০ সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে পালিয়ে যায়। মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতলে নিয়ে যায়। কর্মব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । এ ঘটনার জের ধরে পাশ্ববর্তী লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের আলী খা ও ওহিদার খার বাড়ি ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়াইলের কামাল প্রতাব গ্রামে যুবককে কুপিয়ে হত্যা

Be the first to comment on "নড়াইলের কামাল প্রতাব গ্রামে যুবককে কুপিয়ে হত্যা"