নিউজ ডেস্ক : ভোটারদের কেন্দ্রে যেতে বাধা, এজেন্টদের মারধর, বহিরাগতদের দ্বারা কেন্দ্র দখলের চেষ্টার মধ্য দিয়ে নড়াইলের পেড়লী ও পাঁচগ্রাম ইউপির ভোটগ্রহণ চলছে। পাঁচগ্রাম ইউনিয়নে সকাল ৮টা থেকে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রদান, এজেন্টদের মারধরের অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
একই ধরনের অভিযোগ মহিষখোলাসহ অন্যান্য কেন্দ্রে। এখানে নারী ভোটারদের রাস্তায় বাধা দিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে সন্ত্রাসীরা। পুরুষ ভোটারদের টেবিলে ভোট দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। কালিয়া নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পেড়লী ইউনিয়নে ভোটার ১৬ হাজার ২৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সাত হাজার ৯৭১ এবং নারী ভোটার আট হাজার ২৯৭। এদিকে, পাঁচগ্রাম ইউনিয়নে ভোটার সংখ্যা পাঁচ হাজার ৬৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই হাজার ৮১৭ এবং নারী ভোটার দুই হাজার ৮৪৪ জন।
পেড়লীতে চেয়ারম্যান পদে পাঁচ এবং পাঁচগ্রাম ইউনিয়নে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১১ এবং ৯টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পেড়লী ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন জাহাঙ্গীর হোসেন ইকবাল, ধানের শীষ প্রতীকে গোলাম মোর্শেদ শেখ এবং হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী মুরাদ হোসেন। এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জারজিদ মোল্লা (ঘোড়া প্রতীক) ও ইমাম হোসেন তুষার (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, পাঁচগ্রাম ইউনিয়নে তিন প্রার্থীর লড়াই চলছে। এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহুরুল হক মোল্লা (নৌকা) এবং দলের দুই বিদ্রোহী প্রার্থী এস এম আশিক বিল্লা (ঘোড়া) ও এসএম সাইফুজ্জামান (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে, এখানে বিএনপির কোনো প্রার্থী নেই। পাঁচগ্রাম ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে আট এবং সাতটি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Be the first to comment on "নড়াইলের পেড়লী ও পাঁচগ্রাম ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে"