নিউজ ডেস্ক : নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনায় পুলিশের কৌশলী ভূমিকার কারনে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে রক্ষা পেয়েছে ওই জনপদ । উদ্ভূত পরিস্থিতি রক্তপাতহীনভাবে নিয়ন্ত্রণে সমর্থ হয় পুলিশ ।
সংশ্লিষ্ঠ সুত্রে জানা যায়, মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাহুল দেব রায় হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তিকারী ভারতের বিতর্কিত বিজেপি নেত্রী নূপুর শর্মার ছবি ব্যবহার করে তার ব্যবহৃত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেয় । রাহুল দেব ১৮ জুন সকালে কলেজ ক্যাম্পাসে গেলে তার সহপাঠি ও কলেজের শিক্ষার্থীরা ওই পোস্টটি মুছে ফেলার অনুরোধ করে । রাহুল পোস্টটি মুছে ফেলতে অস্বীকৃতি জানায় । বিষয়টি তারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে অবহিত করে । অধ্যক্ষ শিক্ষকদের পরামর্শে রাহুলকে পুলিশের হাতে তুলে দেয়ার জন্য পুলিশকে খবর দেয় । পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই সরকার বিরোধী কিছু রাজনীতিকদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীতায় শিক্ষার্থীসহ স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে অভিযুক্ত রাহুল দেবসহ অধ্যক্ষের গলায় জুতার মালা পরিয়ে দেয় । এ সময় ক্যাম্পাসে শিক্ষার্থীসহ শত শত সাধারণ মানুষ বিক্ষোভ সমাবেশ করতে থাকে । পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ ও পরে কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে ব্যর্থ হলেও পরে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কৌশলী ভূমিকার কারনে বড় ধরণের সাম্প্রদায়িক দাঙ্গা থেকে রক্ষা করতে সমর্থ হয় বলে সংশ্লিষ্ঠদের অভিমত । উশ্মৃংখল জনতা ও শিক্ষার্থীদের ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও সূশীল সমাজের লোকজনের সাথে এই প্রতিবেদকের কথা হয় । তারা জানান, তখন উদ্ভাবিত ঘটনায় শত শত মানুষের মারমুখি আচরণ,বিক্ষোভ সমাবেশে পুলিশ বড় ধরণের পুলিশি ভূমিকায় উপনীত হলে প্রাণহানির ঘটনা ঘটলেও অবাক হবার কিছু ছিলো না । তখন কলেজ ক্যাম্পাসে রক্তের মাঝে নড়াইলের পুলিশ সুপার “প্রবীর কুমার ”নামটির ভূমিকা নিয়ে সমগ্র দেশে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হতে পারতো । অধ্যক্ষ ও অভিযুক্ত শিক্ষার্থী রাহুল দেবকে অক্ষত অবস্থায় পুলিশি হেফাজত এবং দেশের অভ্যন্তরে বড় ধরণের সাম্প্রদায়িক দাঙ্গা এবং রক্তপাতহীনভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় তারা পুলিশ সুপার প্রবীর কুমার রায় ও জেলা প্রশাসক মো: হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ঠদের ধন্যবাদ জানিয়েছেন ।
উল্লেখ্য: গত ১৭ জুন মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রের ফেসবুকে ভারতের নূপুর শর্মার ছবি ব্যবহার করে একটি পোস্ট দেয় । এ নিয়ে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পুলিশকে খবর দেন । এর মধ্যে ‘অধ্যক্ষ ওই ছাত্রের পক্ষ নিয়েছেন’ এমন গুজব ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে উত্তেজনা তিব্র থেকে তিব্রতর হয়ে ওঠে । এ সময় অধ্যক্ষ ও দুইজন প্রভাষকের মোটরসাইকেল পুড়িয়ে দেয় বিক্ষিপ্ত ছাত্র-জনতা । এ ঘটনায় মির্জাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই শেখ মোরছালিন বাদি হয়ে গত ২০ জুন অজ্ঞাত ১৮০ জনকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন । পুলিশ ভিডিও ফুটেজের সূত্র ধরে পাঁচজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে ।
ঘটনার পর পরই জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পৃথক ভাবে তদন্ত কমিটি গঠন করেন । গঠিত তদন্ত কমিটি ইতোমধ্যে তাদের স্ব-স্ব প্রতিবেদন দাখিল করেছেন ।
Be the first to comment on "নড়াইলে অধ্যক্ষ লাঞ্চিত ‘পুলিশের কৌশলী ভূমিকায় সাম্প্রদায়িক দাঙ্গা থেকে রক্ষা !"