নড়াইল প্রতিনিধি ॥ নড়াইলের সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পূর্নাঙ্গ ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে। জানা গেছে,বুধবার (২৬এপ্রিল) বেলা সাড়ে ১টায় নড়াইলের সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল এর সভাপতিত্বে এ কমিটি গঠিত হয়। সভার শুরুতে নির্বাচিত অভিভাবক সদস্য মোঃ জাকারিয়া আলম সভাপতি হিসাবে মোঃ ইমরান হোসেনের নাম প্রস্তাব করিলে অন্যান্য নির্বাচিত সদস্য সমর্থন করেন। আর কোন প্রার্থীর নাম না আসায় মোঃ ইমরান হোসেন বিনা প্রতিযোগিতায় ২ বছরের জন্য আলোকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়। উল্লেখ্য গত ২০ তারিখে কাটাগরিক ভিত্তিতে অন্যন্য নির্বাচিত সদস্যরা হলেন,মোঃ আনোয়ার হোসেন মল্লিক,প্রধান শিক্ষক, সদস্য সচিব,মোঃ সিরাজুল ইসলাম,দাতা সদস্য, মোঃ নজরুল ইসলাম, শিক্ষক সদস্য,মোঃ জাহাঙ্গির আলম, শিক্ষক সদস্য, শাসছুন্নাহার,সংরক্ষিত শিক্ষক সদস্য,মোঃ জাকারিয়া আলম, অভিভাবক সদস্য,স্বপন কুমার রায়, অভিভাবক সদস্য, এস এম সেলিম রেজা, অভিভাবক সদস্য, মোঃ সিরাজুল মোল্যা, অভিভাবক সদস্য, মোছাঃ সাজেদা খাতুন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য।
Be the first to comment on "নড়াইলে আলোকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পূর্নাঙ্গ ম্যানেজিং কমিটি গঠিত"