শিরোনাম

নড়াইলে গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন

নড়াইলে গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন

নিউজ ডেস্ক ॥ “সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি”এই প্রতিপাদ্য সামনে নিয়ে নড়াইলে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) থেকে দু’দিনব্যাপি পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন কর্মশালা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যশোর ও নড়াইল সার্কেলের আয়োজনে নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইলের জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বিআরটিএ খুলনা উপ-পরিচালক (ইঞ্জি) জিয়াউর রহমান ও যশোর-নড়াইল সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) কাজী মোরছালীন। প্রশিক্ষক ছিলেন, বিআরটিএ যশোর-নড়াইলের মটরযান পরিদর্শক হুমায়ুন কবীর, রামকৃষ্ণ পোদ্দার ও নড়াইলের ট্রাফিক ইন্সপেক্টর মনিরুজ্জামান, প্রমুখ।
এসময় বিভিন্ন যানবাহনের পেশাদার গাড়ি চালকরা প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর জন্য সকল চালকদের প্রতি নির্দেশনা প্রদান করেন। এবং সড়কে দূর্ঘটনা রোধে গাড়ির চালকদের ভূমিকা রাখার আহবান জানান।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "নড়াইলে গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন"

Leave a comment

Your email address will not be published.


*