নড়াইল প্রতিনিধি ॥ সড়ক ও পরিবহণ আইন-২০১৭ এর কতিপয় ধারা বাতিলের দাবিতে নড়াইলে বিভিন্ন মালিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সামনের সড়কে মাববন্ধন কর্মসূচি পালিত হয়। নড়াইল জেলা বাস মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, জেলা বাস-মিনিবাস-ট্রাক মালিক সমিতি ও নড়াইল জেলা ট্রাক-ট্যাংকলরী, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, নড়াইল জেলা বাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক, নড়াইল জেলা বাস মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, নড়াইল জেলা বাস মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ছাদেক আহম্মেদ খান, ট্রাক মালিক আব্দুর রশিদ,আকতার মোল্লা প্রমুখ। বক্তারা সড়ক পরিবহণ আইন ২০১৭ এর কতিপয় ধারা বাতিলের জন্য সরকারের প্রতি আহবান জানান
Be the first to comment on "নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালন"