শিরোনাম

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

নিউজ ডেস্ক ॥ নড়াইলে স্ত্রী হত্যা মামলায় ফারুক শেখকে (৩০) যাবজ্জীবন কারাদন্ডাদেশ এবং দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে তিনমাসের কারাদন্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (১৫ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আবুল বাশার মুন্সী এ আদেশ দেন।
আদালত ও মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৮ মার্চ রাত ১১টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামের জলিল শেখের ছেলে ফারুক শেখ তার স্ত্রী মিতালী বেগমকে ঘরের মধ্যে শ^াসরোধ হত্যা করে। এ ঘটনায় ফারুককে আসামি করে কালিয়া থানায় মামলা দায়ের হয়। নয়জনের সাক্ষ্য প্রমাণ শেষে আদালত ফারুক শেখকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন। ফারুক বর্তমানে কারাগারে আছেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড"

Leave a comment

Your email address will not be published.


*