নিউজ ডেস্ক॥ ক্রিকেটার ও সাংসদ মাশরাফি বিন মুর্তজার সংগঠন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গত বুধবার এ উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। লোহাগড়া কলেজ রোড ফয়েজ মোড়ে নড়াইল এক্সপ্রেস হেলথ কেয়ার সেন্টারে এ চিকিৎসাসেবা দেন ডাক্তার অমিত ইন্দ্র ও রিফাত আরা জুই। বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের লোহাগড়া উপজেলা শাখার সমন্বয়ক প্রভাষক আবু আব্দুল্লাহ। সহসমন্বয়ক সাংবাদিক বিপ্লব রহমানের পরিচালনায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন, ফাউন্ডেশনের উপদেষ্টা এ কে এম ফয়জুল হক রোম, প্রভাষক বিএম হোসেন আলী, লক্ষীপাশা বাজার বণীক সমিতির সাধারন সম্পাদক বিএম লিয়াকত হোসেন ও প্রধান শিক্ষক কমল কৃষ্ণ বালা প্রমুখ।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Be the first to comment on "নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত"