নিজস্ব প্রতিনিধি॥ ১০মহরম পবিত্র আশুরা উপলক্ষে মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন র্যাক এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা মহানগরে গরীব-অসহায় ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেস্বর) দুপুরে ঢাকা জেলার সবুজবাগ, বাসাবো কদমতলা, ঢাকা মহানগর দক্ষিণ শাখা কার্যালয়ে ৫’শ গরীব-অসহায় ও দুস্থ্যদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, র্যাক এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, মহাসচিব গোলাম মোস্তফা রানা, মহানগর দক্ষিণ শাখার সভাপতি এ্যাডভোকেট জসিম মজুমদার, সাধারণ সম্পাদক মাসুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ জজ মিয়া, সবুজবাগ থানা শাখার সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক রুবেল পাটোয়ারী, সদস্য মোঃ ফরিদ উদ্দীন প্রমুখ। ্এতে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের উপদেষ্টা এসএম নাছিমুল গণি লিটন। সব শেষে তবারক বিতরণ ও শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Be the first to comment on "র্যাক এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে খাবার বিতরণ"