নিউজ ডেস্ক॥ জালিয়াতির মাধ্যমে সাধারণ পাসপোর্টকে সরকারি পাসপোর্ট করে বিভিন্ন দেশে ভ্রমণ ও অপকর্মের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের বরখাস্তকৃত দুই পরিচালকসহ ৭১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে আসামিদের বিরুদ্ধে এ চার্জশিট অনুমোদন দেওয়া হয়। তবে দ্রুতই আদালতে দাখিল করবেন দুদকের সহকারী পরিচালক মো. শফি উল্লাহ। আসামিদের মধ্যে আছেন বরখাস্তকৃত দুই পরিচালক এবং পাসপোর্ট অফিসের আটজন কর্মকর্তা-কর্মচারী। তবে বাকি ৬৩জন আসামি পাসপোর্ট ব্যবহারকারী। পাসপোর্ট অফিসের ৮ কর্মকর্তা-কর্মচারী হলেন- আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের বরখাস্তকৃত পরিচালক মুনসী মুয়ীদ ইকরাম, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের বরখাস্তকৃত পরিচালক এস এম নজরুল ইসলাম, সহকারী পরিচালক উম্মে কুলসুম, নাসরিন পারভীন নুপুর, প্রাক্তন বরখাস্তকৃত প্রাক্তন সহকারী পরিচালক এস এম শাহজামান, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের বরখাস্তকৃত উচ্চমান সহকারী মো. শাহজাহান মিয়া, মো. সাইফুল ইসলাম ও পাসপোর্ট ও ভিসা উইংয়ের উচ্চমান সহকারী মো. আনোয়ারুল হক। প্রসঙ্গত, এর আগে দুদকের উপ-পরিচালক মো. বেনজির আহমেদ ২০১৬ সালের ১৯শে জুলাই নিজে বাদী হয়ে পাসপোর্ট অফিসের তিন কর্মকর্তাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটির পূর্ণাঙ্গ তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক মো. শফি উল্লাহ ৭১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদনের সুপারিশ করে দুদকে প্রতিবেদন দাখিল করলে তা আজ অনুমোদিত হয়েছে।
Be the first to comment on "পরিচালকসহ ৭১ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট"