শিরোনাম

পাকিস্তানেও সফল বাহুবলী ২

নিউজ ডেস্ক : বাহুবলী ২-এর জগৎ জোড়া সাফল্যে এবার নাম জুড়ালো পাকিস্তানেরও। একটা দীর্ঘ সময়ের পর পাকিস্তানে রিলিজ করল কোনও ভারতীয় সিনেমা। আর রিলিজের পরই পাকিস্তানের সিনেপ্রেমীরা মন উজার করে আশীর্বাদ করল ব্যবসায়িক সাফল্যের নিরিখে ভারতের সব থেকে বেশি সফল ছবি ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’-কে।

পাকিস্তানের সিনেমা বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর ১০০টি সিঙ্গল স্ক্রিনে চলছে ১৫০০ কোটি টাকার ব্যবসা করে ফেলা এস এস রাজমৌলি পরিচালিত ছবি ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’। ইতিমধ্যেই এই ছবি কেবল পাকিস্তান থেকে আয় করেছে ৪.৫ কোটি টাকা।

পাকিস্তানের ফিল্ম ডিস্ট্রিবিউটর আমজাদ রশিদ জানিয়েছেন, হিন্দু মাইথোলজি এবং ট্র্যাডিশন থাকা সত্বেও পাকিস্তানে এই ছবি বেশ প্রশংসিত হয়েছে। আমার মনে হয়, এই সিনেমায় যেভাবে স্পেশাল এফেক্ট ব্যবহার করা হয়েছে, তা পছন্দ হয়েছে পাকিস্তানের সিনেপ্রামীদের।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "পাকিস্তানেও সফল বাহুবলী ২"

Leave a comment

Your email address will not be published.


*