নিউজ ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার কাছে কেরান সেক্টরে পাকিস্তানের চারটি আউটপোস্ট গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ভারতের সেনাবাহিনী।
রোববার (৩০ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তে পাকিস্তানের অস্ত্রবিরতি লঙ্ঘন ও ভারতীয় জওয়ান হত্যার প্রতিশোধ নিতে শনিবার (২৯ অক্টোবর) এ হামলা চালানো হয়।
এর আগে শুক্রবার (২৮ অক্টোবর) জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় সীমান্তের মাছিল সেক্টরে ভারতীয় এক জওয়ানের শিরশ্ছেদ করে পালিয়ে যায় জঙ্গিরা। এরই প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক’র পর থেকে অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তানি বাহিনী। এরই পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় বাহিনী।
Be the first to comment on "পাকিস্তানের ৪টি নিরাপত্তা চৌকি গুড়িয়ে দিয়েছে ভারত"