নিউজ ডেস্ক: বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার তারিক আহসান শুক্রবার পাকিস্তানের প্রেসিডেন্ট মামুনুন হোসেনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
হাইকমিশনার পাকিস্তানের প্রেসিডেন্টকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন।
তিনি আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি ও অর্জন সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন।
তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আরো সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং এ লক্ষ্যে তিনি প্রেসিডেন্টের সহায়তা কামনা করেন।
Be the first to comment on "পাকিস্তানে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ"