নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলার পার-মল্লিকপুর গ্রামের সর্বস্তরের জনগনের সাথে শনিবার (২৮এপ্রিল) বিকালে শান্তি ও আইন-শৃঙ্খলা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পার-মল্লিকপুর স্কুলমাঠে কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে মল্লিকপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসীম উদ্দিন (পিপিএম) এ সময় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এমএম আরাফাত হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন, মল্লিকপুর ইউপি সদস্য উজ্জল ঠাকুর, গ্রামবাসির পক্ষে আল আমিন,লিটন শরীফ, দেলোয়ার হোসেন দুলাল ঠাকুর, হাসিনা বেগম প্রমুখ।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, জেলা বিশেষ শাখার ওসি আলিনুজ্জামান, এসআই নয়ন পাটোয়ারী, নড়াইল জেলা আ’লীগের সহ-সভাপতি আজাদ শিকদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খান এ কাইয়ুম চুন্নু, লোহাগড়া উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ সিহানুক রহমান, লোহাগড়া পৌর আ’লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন,মল্লিকপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শামসুল আলম কচি,লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের জিবি সদস্য আজম মৃধা, ব্যাবসায়ী কাঞ্চন ঠাকুর,প্রমুখ।
পুলিশ সুপার বলেন, পার-মল্লিকপুর গ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য পুলিশের পক্ষ থেকে সকল প্রকার আইনগত সহায়তা করা হবে। অপরাধ করে কেউ পার পাবে না। গ্রামে যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে,তাদেরকে আইনের আওতায় আনা হবে। শান্তি সমাবেশে ওই গ্রামসহ আশপাশের বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পার-মল্লিকপুর গ্রামে দু’পক্ষের কোন্দলের জের ধরে গত ২১ এপ্রিল আবুল খায়ের মৃধা প্রতিপক্ষের হাতে নিহত হয়। এ ঘটনায় খায়েরের স্ত্রী বাদী হয়ে ৫১ জনকে আসামী ও বেআইনি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করায় ২৩ এপ্রিল আনিচুজ্জামান বাদী হয়ে ১৬জনকে আসামী করে লোহাগড়া থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন।
পুলিশ সুপারের উদ্যোগে লোহাগড়ায় আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Be the first to comment on "পুলিশ সুপারের উদ্যোগে লোহাগড়ায় আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত"