শিরোনাম

প্রিয়াঙ্কা-কারিনা-ক্যাটরিনাকে হারালেন দীপিকা!

নিউজ ডেস্ক : সদ্য তরুণী আলিয়া ভাটকে হারিয়ে দিয়েছেন তিনি। শুধু আলিয়া না, দীপিকার কাছে হার মেনেছেন ক্যাটরিনা, কারিনা এমনকি হালে অনেকটাই হলিউডি বনে যাওয়া প্রিয়াঙ্কাও।

প্রশ্ন হচ্ছে কোন দৌড়ে এই সুন্দরী শ্রেষ্ঠাদের হারালেন দীপিকা পাড়ুকোন? উত্তরটি হচ্ছে ২০১৬-১৭ অর্থবছরে এই বলিউড দেবীদের মধ্যে সবচেয়ে বেশি ইনকাম ট্যাক্স দিয়েছেন তিনি। দীপিকা তার দেশের সরকারকে সোয়া ১০ কোটি রুপি (১.৮মিলিয়ন ডলার)। গতবছর তাের পরিশোধ করা ট্যাক্সের পরিমাণ ছিল প্রায় ৯ কোটি রুপি।

এই তালিকায় দীপিকার পরে আছেন আলিয়া ভাট। তিনি ট্যাক্স পরিশোধ করেছেন ৪.৩৩ কোটি রুপি। আর ৩.৯ কোটি রুপি পরিশোধ করে কারিনা আছেন তৃতীয় স্থানে। তবে গতবছর তিনি দিয়েছিলেন ৭ কোটি রুপির মতো। তবে এবার অন্তঃসত্ত্বা হওয়া ও সন্তান জন্মদানের কারণে তার ধারাবাহিক কাজে বিরাম ঘটে। এদিকে, প্রিয়াঙ্কা চোপরা, ক্যাটরিনা কাইফ এমনকি কঙ্কনা রানাউতের নাম ট্যাক্স পেয়ার নারী তারকাদের টপ লিস্টে নেই।

অপরদিকে, পুরুষ তারকাদের ক্ষেত্রে করদাতা হিসেবে সালমান খান এবার অক্ষয় কুমারকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে গেছেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "প্রিয়াঙ্কা-কারিনা-ক্যাটরিনাকে হারালেন দীপিকা!"

Leave a comment

Your email address will not be published.


*