শিরোনাম

ফুলবাড়ীয়ায় আজও ১৪৪ ধারা বহাল, পরিস্থিতি থমথমে

নিউজ ডেস্ক : ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর সদরে আজ মঙ্গলবারও ১৪৪ ধারা বহাল রয়েছে। এতে জনসাধারণের মাঝে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার জানান, জনস্বার্থে দ্বিতীয় দিনেও ১৪৪ ধারা অব্যাহত রাখা হয়েছে।

এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, কলেজ ক্যম্পাসসহ লাহড়ীপাড়ার দুটি পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে ফুলবাড়ীয়া কলেজ সরকারিকরণের আন্দোলনে কলেজ শিক্ষক আবুল কালাম আজাদ ও পথচারী দিনমজুর ছফর আলী নিহতের ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির দল পরিদর্শনে আসেন। তদন্ত কমিটির প্রধান ছিলেন কলেজ প্রশাসনের পরিচালক প্রফেসর শামসুল হুদা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উপ পরিচালক মো. আব্দুল খালেক, ময়মনসিংহ অঞ্চল শিক্ষা পরিচালক মো. আব্দুল মোতালেব হোসেন।

এ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, ফুলবাড়ীয়া কলেজের বি এম শাখার শিক্ষিকা মনোয়ারা খাতুন প্রমুখ।

কলেজ পরিদর্শন শেষে তদন্ত কমিটি দল নিকটবর্তী আখালিয়া হেলথ সেন্টার ও সদ্য সরকারী হওয়া বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয় পরিদর্শন করেন।

প্রসঙ্গত, গত রবিবার ময়মনসিংহের ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে কয়েক দফা সংর্ঘষ হয়। এ সময় আবুল কালাম (৫৫) নামে ওই কলেজের এক শিক্ষক মারা যান। আর ধাওয়া পাল্টা-ধাওয়ার মাঝে পড়ে অসুস্থ হয়ে সফর আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। আহত হন শিক্ষক-শিক্ষার্থীসহ কমপক্ষে ৫০ জন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ফুলবাড়ীয়ায় আজও ১৪৪ ধারা বহাল, পরিস্থিতি থমথমে"

Leave a comment

Your email address will not be published.


*