শিরোনাম

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন মোদি

An Images

ফাইল ফটো

নিউজ ডেস্ক ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন শুরু হচ্ছে ১৭ মার্চ থেকে। ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার এপ্রসঙ্গে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাবিশ কুমার জানান, প্রধানমন্ত্রী মোদি এই উপলক্ষে ঢাকা সফর করবেন। এই সফরে দু’দেশের দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়েও আলোচনা হবে। যদিও নরেন্দ্র মোদি কবে ঢাকায় আসবেন ও কবে ফিরবেন তা সম্পর্কে কিছু জানানো হয়নি।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও এই বিষয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। নরেন্দ্র মোদির ঢাকা সফর উপলক্ষে ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা ২ ও ৩ মার্চ বাংলাদেশ সফর করেন। এই সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ক্ষমতাসীন দল আওয়ামি লিগের অন্য নেতা ও মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।

গতকাল নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের কথা ঘোষণা হলেও করোনা ভাইরাসের কারণে ব্রাসেলসে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন স্থগিত রাখার কথা জানানো হয়েছে। ওই সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু রবীশ কুমার জানান, ওই শীর্ষ সম্মেলনের পরবর্তী দিন উপযুক্ত সময়ে স্থির করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, উত্তর-পূর্ব দিল্লির হিংসার জেরে নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করছে বাংলাদেশের বেশ কয়েকটি মৌলবাদী সংগঠন। তাদের নেতৃত্ব দিচ্ছে হেফাজতে ইসলামির মতো সংগঠনের নেতারা। কোনওভাবে ভারতের প্রধানমন্ত্রীকে তারা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে দেবে না বলেও জানিয়েছে।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা যাচ্ছেন মোদি, জানাল ভারতীয় বিদেশমন্ত্রক।
বৃহস্পতিবার এই কথা ঘোষণা করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাবিশ কুমার।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন মোদি"

Leave a comment

Your email address will not be published.


*