শিরোনাম

বন্যা ও ভূমিধসে পেরুতে নিহত ৭২

নিউজ ডেস্ক : টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে পেরুতে কয়েকদিনে অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
বিবিসি জানিয়েছে, গত প্রায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বন্যায় দেশটির অর্ধেকেরও বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, আটশরও বেশি শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

গত সোমবার থেকে রাজধানী লিমার পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ ছিল, এখন সরবরাহ ব্যবস্থা আবার চালু করার চেষ্টা শুরু হয়েছে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সাহায্য করতে দেশজুড়ে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে।

দেশটির কোনো কোনো এলাকায় খাবার ও পানির অভাব দেখা দেওয়ায় গত সপ্তাহে মূল্যস্ফীতি পাঁচ শতাংশ বেড়ে গেছে বলে জানিয়েছে সরকার।

বৃষ্টিপাত থামলেও আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াজনিত অস্থিরতা আরও কয়েক সপ্তাহ বিরাজ করবে বলে জানানো হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে পেরু ও প্রশান্ত মহাসাগরের তীরবর্তী দেশগুলো এল নিনোর প্রভাবে পড়েছে। এল নিনোর প্রভাবে সাগরের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে বাষ্পীভবনের হার বেড়ে যায় এবং ভারী বৃষ্টিপাত হয়।

১৯৯৮ সালেও শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরুতে ব্যাপক বন্যা হয়েছিল।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "বন্যা ও ভূমিধসে পেরুতে নিহত ৭২"

Leave a comment

Your email address will not be published.


*