নিউজ ডেস্ক : তিনিই নাকি এখন বলি টাউনের সবচেয়ে ‘দামি’ অভিনেত্রী। সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘পদ্মাবতী’তে রাজি হওয়ার পর দীপিকা পাড়ুকোনকে নিয়ে এমনটাই জল্পনা চলছে বলি পাড়ায়। শোনা যাচ্ছে পারিশ্রমিকের বিচারে তিনি পিছনে ফেলেছেন প্রিয়ঙ্কা চোপড়া, আলিয়া ভট্ট, করিনা কপূর, ক্যাটরিনা কাইফকে। আনন্দবাজার প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে।
সূত্রের খবর, এখন এক একটি প্রজেক্টের জন্য দীপিকার পারিশ্রমিক ১৫ কোটি টাকা। যেখানে প্রিয়ঙ্কা চোপড়া, করিনা কপূরের সে ধরনের প্রজেক্ট পিছু পারিশ্রমিক ৯ কোটি টাকা। সম্প্রতি শোনা গিয়েছিল ‘রেঙ্গুন’ ছবির জন্য ১১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন কঙ্গনা। কিন্তু পরে শোনা যায়, সে ছবির জন্য ৩ কোটি টাকা দেওয়া হয় তাঁকে।
সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘পদ্মাবতী’র জন্য নাকি নিজের পারিশ্রমিক অনেকটাই বাড়িয়ে দিয়েছেন দীপিকা। আর সে কারণেই তিনি এখন হাইয়েস্ট পেড নায়িকাদের লিস্টে এক নম্বরে। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন রণবীর সিংহ।
Be the first to comment on "বলিউডে দীপিকার পারিশ্রমিক এখন সবচেয়ে বেশি?"