নিউজ ডেস্ক : চট্টগ্রাম-কক্সবাজারের বিকল্প রুট বাঁশখালী প্রধান সড়ক যেন ইয়াবা পাচারের মূল রুট। প্রতিদিন এ পথ দিয়ে আসছে হাজার হাজার ইয়াবা চালান। পুলিশ ছোটখাট পাচারকারীদের আটক করলেও মূল হোতারা ধরা ছোয়ার বাইরে। ইয়াবা পাচার রোধে পুলিশের পক্ষ থেকে প্রতিদিন প্রধান সড়ক তল্লাশী চৌকি বসানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় রবিবার এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পুঁইছড়ি এলাকার প্রধান সড়কে চেক পোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশী চালায়। এ সময় সিএনজি অটোটেক্সী যাত্রী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কোরানতলী পালংখালী গ্রামের আনোয়ার ইসলাম (২০) কে ১৪শ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটককৃত কিশোর ওই এলাকার আবুল হাশেমের পুত্র।
বাঁশখালীতে ১৪শ ইয়াবাসহ কিশোর আটক

Be the first to comment on "বাঁশখালীতে ১৪শ ইয়াবাসহ কিশোর আটক"