নিউজ ডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালিয়েছিল সাত জঙ্গি। শুক্রবার রাত নয়টার দিকে চালানো ওই হামলায় ২ পুলিশ সদস্য, ১৭ বিদেশি নাগরিক ও ৩ বাংলাদেশি নিহত হন। পরে শনিবার সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ৬ জঙ্গি নিহত হয়।
শনিবার সকালে অভিযান চালিয়ে ৩ বিদেশিসহ ১৩ জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়। এছাড়া ১ জনকে সন্দেহভাজন জঙ্গি হিসেবে আটক করে পুলিশ।
ভয়াবহ ওই হামলায় অংশ নেয়া জঙ্গিদের প্রশংসা করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে আইএস। ভবিষ্যতে বাংলাদেশে আরও হামলা চালানোরও হুমকি দিয়েছে জঙ্গিরা।
সাইট ইন্টিলিজেন্স গ্রুপের ওয়েব সাইটে জানানো হয়েছে, মঙ্গলবার এক ভিডিওবার্তায় সিরিয়ার আর-রাক্কায় অবস্থানরত তিন বাংলাদেশি আইএস সদস্য দেশে আরো হামলা চালানোর হুমকি দিয়েছে।
Be the first to comment on "বাংলাদেশে আরো হামলার হুমকি আইএসের"