নিউজ ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের দু’টি জনাকীর্ণ বাণিজ্যিক এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২৩জনের প্রাণহানি ঘটেছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৬১ জন।
আজ রবিবার (০৩ জুলাই) এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়। খবরে বলা হয়, প্রথম গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে দেশটির কারাডা জেলায়। এতে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয় এবং ৪৫ জন আহত হন। এর কিছুক্ষণ পরে আরেক পূর্ব বাগদাদে আরেক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আরও ৫ জন নিহত হন। আহত হন ১৬ জন।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। এদিকে কারাডা জেলায় বোমা হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস। তবে দ্বিতীয় ঘটনার দায় স্বীকার করেনি কেউ।
Be the first to comment on "বাগদাদে দুই বাণিজ্যিক এলাকায় বিস্ফোরণ ॥ নিহত ২৩"