নিউজ ডেস্ক : বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নারী ও শিশুসহ অন্তত ২৫ জন নিখোঁজ রয়েছে। এ ছাড়া তিন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও পুলিশ নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে পানগুছি নদীর ছোলমবাড়ীয়া ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার মোরেলগঞ্জ থানা (পুরাতন) ঘাটে ভিড়তে যায়। এ সময় নৌবাহিনীর একটি জাহাজ পাশ দিয়ে চলে গেলে প্রচণ্ড স্রোতে ট্রলারের তলা ফেটে ডুবে যায়। কয়েকজন যাত্রী সাঁতার কেটে তীরে উঠলেও নারী ও শিশুসহ অনেকেই নিখোঁজ রয়েছে।
কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও পুলিশ নিখোঁজদের মধ্যে তিন নারীর মরদেহ উদ্ধার করেছে। বাকিদের উদ্ধার কাজ করছে তারা। তবে কতজন নিখোঁজ রয়েছে তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ।
Be the first to comment on "বাগেরহাটে ট্রলারডুবি নিহত ৩, নিখোঁজ ২৫"