শিরোনাম

বাগেরহাটে ট্রলারডুবি নিহত ৩, নিখোঁজ ২৫

নিউজ ডেস্ক : বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নারী ও শিশুসহ অন্তত ২৫ জন নিখোঁজ রয়েছে। এ ছাড়া তিন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও পুলিশ নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে পানগুছি নদীর ছোলমবাড়ীয়া ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার মোরেলগঞ্জ থানা (পুরাতন) ঘাটে ভিড়তে যায়। এ সময় নৌবাহিনীর একটি জাহাজ পাশ দিয়ে চলে গেলে প্রচণ্ড স্রোতে ট্রলারের তলা ফেটে ডুবে যায়। কয়েকজন যাত্রী সাঁতার কেটে তীরে উঠলেও নারী ও শিশুসহ অনেকেই নিখোঁজ রয়েছে।
কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও পুলিশ নিখোঁজদের মধ্যে তিন নারীর মরদেহ উদ্ধার করেছে। বাকিদের উদ্ধার কাজ করছে তারা। তবে কতজন নিখোঁজ রয়েছে তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "বাগেরহাটে ট্রলারডুবি নিহত ৩, নিখোঁজ ২৫"

Leave a comment

Your email address will not be published.


*