নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চালক ও দুই যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় সফুরা খাতুন বালিকা বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের পরিচয় জানা যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, সকালে দ্রুতগতিতে যাওয়ার সময় বেকার পরিবহনের একটি বাস রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার দুই যাত্রী ও রিকশাচালক ঘটনাস্থলেই নিহত হন। এসআই আরো জানান, দুর্ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Be the first to comment on "বাসের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালক ও দুই যাত্রীর"