শিরোনাম

বিএনপির কর্মসূচি যথা সময়ে জানানো হবে : রিজভী

নিউজ ডেস্ক : সরকার লুটপাটে মরিয়া হয়ে উঠেছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার গণবিরোধী সকল কার্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েছে। গ্যাসের ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণার সাথে সাথে এর ব্যাড ইম্পপ্যাক্ট ‍খুবই স্পষ্ট হয়ে উঠেছে। সারাদেশের মানুষ এই ঘোষণার বিরুদ্ধে ফুঁসে উঠেছে। দেশের শতকরা সাড়ে ৯৯ ভাগ মানুষ এই ঘোষণা প্রত্যাখান করেছে।
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কর্মসূচি যথা সময়ে জানানো হবে বলেও জানান তিনি।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘দেশের মানুষের নিকট বর্তমান ভোটারবিহীন সরকারের কোন জবাবদিহিতা ও কর্তব্যবোধ নেই বলেই জনগণের ওপর জুলুম চালানো হচ্ছে, জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার। বিএনপির পক্ষ থেকে সরকারের নিকট আহবান জানাতে চাই-গণবিরোধী ও জনস্বার্থসংশ্লিষ্ট কর্মকান্ড থেকে সরে আসুন এবং অবিলম্বে গ্যাস ও বিদ্যূতের মূল্য বৃদ্ধির অমানবিক ঘোষনা থেকে সরে আসুন।’
সারাদেশের সড়ক-মহাসড়কগুলো এখন মৃত্যুর মিছিল ও আতঙ্কে পরিণত হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘দিনের পর দিন সড়কে দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেলেও তাতে টনক নড়ছে না সরকারের। গতকালও ঢাকার নয়াবাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সাদিয়া হাসান নামে ২২ বছরের এক মেডিকেল ছাত্রী নিহত হয়েছেন।’
তিনি বলেন, ‘প্রতিদিনই দেশের সড়কে মহাসড়কে ভয়াবহ দূর্ঘটনা সংঘটিত হচ্ছে। বিরোধী দল দমন এবং লুটপাট, দখলবাজী, টেন্ডারবাজীতে ব্যস্ত থাকার কারনে বর্তমান গণবিচ্ছিন্ন ও জবাবদিহিহীন সরকারের সড়ক দূর্ঘটনা সামাল দিতে কোন মাথাব্যথা নেই। গত জানুয়ারী মাসেই সারাদেশে সড়ক দূর্ঘটনায় ৪১৬ জন নিহত এবং এক হাজার ১২ জন আহত হয়েছেন। গত ডিসেম্বরের তুলনায় জানুয়ারীতে সড়ক দুর্ঘটনা বেড়েছে ৬৯টি। সড়ক দূর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার নির্ধারিত লক্ষ্যমাত্রায় বাংলাদেশ সই করলেও সুনির্দিষ্ট কোন কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে না।’
এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রামের বাসভবনের সামনে থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের ১৬ জন নেতাকর্মীকে গ্রেফতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী অবিলম্বে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার করে শর্তহীন মুক্তির দাবি জানান।
কুমিল্লা সিটি করেপোরেশন নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী সম্পর্কে জানতে চাইলে বিএনপি এই নেতা জানান, নীতিগত সিদ্ধান্ত হয়েছে কুমিল্লার সিটি কপোরেশন নির্বাচনে সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকেই আবার বিএনপি পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে। এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
বিএনপিকে সন্ত্রাসী দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় এর এমন বক্তব্যের সমালোচনা করেন রিজভী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ছেলে জয় কানাডার আদালতের একটি রায়কে কেন্দ্র করে বিএনপিকে সন্ত্রাসী দল বলেছেন, কিন্তু ওই রায় তিনি পুরোপুরি পড়েননি রায়ের একটি জায়গায় আওয়ামী লীগকেও সন্ত্রাসী দলে বলা হয়েছে। বাংলাদেশের রাজনীতি সম্পর্কে বলা হয়েছে। তাই আমি বলব আরো স্টাডি করে কথা বলার জন্য।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "বিএনপির কর্মসূচি যথা সময়ে জানানো হবে : রিজভী"

Leave a comment

Your email address will not be published.


*