নিউজ ডেস্ক: কল্যাণপুরে ৯ জঙ্গি নিহত হওয়ার ঘটনায় বিএনপি নেতাদের দেয়া বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “এদের (বিএনপি নেতাদের) সঙ্গে জঙ্গিদের কোনো গোপন সূত্র আছে কি না, কোনো ষড়যন্ত্র এরা লিপ্ত কি না সেটাই দেখতে হবে।”
বুধবার রাতে জাতীয় সংসদের একাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, “আমার প্রশ্ন বিএনপি নেতাদের এই আহাজারিটা কেন? এই জঙ্গিদের জন্য তাদের এত দরদ কিসের জন্য? তাদের মনে এই সন্দেহ কেন জঙ্গি কি না? কারণ এদের লাশও পড়ে আছে। গুলশানে তারা যেভাবে ব্যাগ, তাদের জিন্সের প্যান্ট আর কালো আলখাল্লা মাথায় একই ধরনের চাদর বাঁধানো।”
তিনি বলেন, “তারপরও তাদের মনে সন্দেহ বিষয়টা কী? এটা একটা সন্দেহের ব্যাপার। তাহলে তাদের (বিএনপি নেতাদের) কোথায় ঘা লাগলো? কোথায় ব্যাথা পেলেন তারা? তাহলে তাদের উদ্দেশ্যটা কী? এই জঙ্গিদের সঙ্গে তাদের যোগসূত্র কোথায়? এই প্রশ্নটা আমি জাতির কাছে রেখে গেলাম তারাই এটা খুঁজে দেখবেন।”
প্রধানমন্ত্রী বলেন, “জঙ্গি দমনে যখন চেষ্টা করছি সেখানে তারা (বিএনপি) যদি এই ধররের প্রশ্ন তুলে পুলিশের কার্যক্রমকে যদি জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করতে চায়; এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। আমাদের পুলিশ বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে সারারাত কষ্ট করে জঙ্গিদের মোকাবেলা করছে।”
তিনি বলেন, “বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম হোসেন ও ব্রি. জে. (অব.) হান্নান শাহ দুজনেরই বক্তব্য নিহতরা জঙ্গি কি না সন্দেহ। গুলশানের ঘটনার সঙ্গে তারা কল্যাণপুরের ঘটনার তুলনা করে। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই দুই ঘটনা তুলনা করতে পারে না।”
প্রধানমন্ত্রী আরো বলেন, “এক জায়গায় জঙ্গি ঢুকে মানুষ হত্যা করেছে সেখানে জঙ্গিদের হাত থেকে মানুষদের উদ্ধার করা এবং জঙ্গিদের হত্যা করা অপারেশনটা ভিন্ন ছিলো। আমাদের জঙ্গি দমনে ভিন্নপথ নিতে হয়েছে। আর এখানে (কল্যাণপুর) জঙ্গিদের একটা আস্তানা পাওয়া গেছে। তারা কিন্তু বুঝে গেছে পুলিশ ঘেরাও করে ফেলেছে এবং তারা পুলিশকে গুলিও করেছে। একজন পুলিশ আহত হয়েছে।”
Be the first to comment on "বিএনপি নেতাদের এতো আহাজারি কেন : প্রধানমন্ত্রী"