শিরোনাম

বিদ্যুৎ বিপর্যয়ে স্থগিত সংসদ অধিবেশন

বিদ্যুৎ বিপর্যয়ে স্থগিত সংসদ অধিবেশন

নিউজ ডেস্ক ॥ বিদ্যুৎ বিপর্যয়ের জন্য স্থগিত করা হলো জাতীয় সংসদের অধিবেশন। শুধু প্রশ্নোত্তপর্ব শেষ করে অধিবেশন মঙ্গলবার বিকাল পাঁচটা পর্যন্ত মূলতবি করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। সংসদ সচিবালয় জানিয়েছে এ ধরনের ঘটনা বিরল। অতীতে এরকম হয়েছে কিনা জানা নেই। বিকাল পৌনে চারটার পরে সংসদ ভবন এলাকার বিদ্যুৎ বিপর্যয় হয়। এসময় সংসদ ভবনের বেশিরভাগ ফ্লোরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাঁচটায় বসার কথা থাকলেও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন ১০ মিনিট পর শুরু হয়। মাগরিবের নামাজের আগে প্রশ্নোত্তর পর্ব শেষ হলে তখন স্পিকারের আসনে থাকা ডেপুটি স্পিকার দিনের অন্যান্য কার্যসূচি স্থগিত করেন।
পরে ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের বলেন, মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্রে সমস্যার কারণে সংসদে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। এটা ডিজাস্টার। দীর্ঘক্ষণ সংসদে বিদ্যুৎ ছিল না, এতোক্ষণ জেনারেটর দিয়ে চলছিল, জেনারেটর দিয়ে বেশিক্ষণ চালানো সম্ভব না তাই স্থগিত করা হয়েছে। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, বিদ্যুৎ বিভ্রাট শুরু হলে অধিবেশন কক্ষ এবং প্রয়োজনীয় কয়েকটি স্থানে জেনারেটরের মাধ্যমে কাজ চালানো হয়। সংসদের বৈঠকে দিনের কার্যসূচিতে প্রশ্নোত্তর ছাড়াও ছিল ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়, তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন উত্থাপন। স্থায়ী কমিটির বিল সম্পর্কিত রিপোর্ট উত্থাপনের মধ্যে ছিল জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি বিল, সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল। এছাড়া হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বিল, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিল। এছাড়া সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সাক্ষাত করার কথা ছিল। পরে এ বৈঠকটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্থানান্তর করা হয়।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "বিদ্যুৎ বিপর্যয়ে স্থগিত সংসদ অধিবেশন"

Leave a comment

Your email address will not be published.


*