নিজস্ব প্রতিবেদক: কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দ্বিতীয় দফায় ৬৪৯টি ইউনিয়নে নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজি রাকিবউদ্দিন আহমদ বলেছেন, বিশৃঙ্খলার সঙ্গে জড়িতদের বের করে শাস্তি দেয়া হবে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে নির্বাচন পরবর্তী প্রেস বিফ্রিং এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, প্রথম ধাপের নিবাচনের পর বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এজন্য প্রথম পর্যায়ের তুলনায় দ্বিতীয় পর্যায়ে নির্বাচনে বিঙ্খৃলা কম হয়েছে।
তিনি বলেন, প্রথম ধাপের নির্বাচনে অবহেলার জন্য সংশ্লিষ্ট দুইজন ওসিকে প্রত্যাহার করা হয়েছে। ১১ জন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় আর্থিক জরিমানা করা হয়।
তিনি বলেন, ঊধ্বর্তন পুলিশ কর্মকর্তাদের কঠোরভাবে বলা হয়েছে এসব ঘটনা যেন আর না ঘটে। প্রথম পর্যায়ের ভোটে যেসব এলাকায় বেআইনিভাবে সিল মারা হয়েছিল সেসব এলাকার প্রার্থীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়েছে। এসব ব্যবস্থা নেয়ার ফলে ভবিষ্যতে নির্বাচন আরো সুষ্ঠু হবে।
তিনি বলেন, বেশির ভাগ ইউনিয়নে শান্তপূর্ণভাবে ভোট হলেও কিছু এলাকার সামগ্রিক পরিস্থিতি নির্বাচনকে ম্লান করেছে। এজন্য ৩৩ কেন্দ্রে ভোট বন্ধ ঘোষণা করা হয়েছে। কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা হয়েছে বলে জানা গেছে। কেরানীগঞ্জে একটি শিশু নিহত হয়েছে। নিহতদের জন্য শোক প্রকাশ করছি। আহতদের জন্য দ্রুত আরোগ্য কামনা করছি।
তিনি বলেন, নির্বাচনে যে কেউ দায়িত্বে অবহেলা করলে ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনে দয়িত্বপালনকারী সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে ভোট দেয়ার জন্য ভোটারদের ধন্যবাদ। আগামীতেও এভাবে ভোট কেন্দ্রে দিয়ে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, সংঘর্ষ হানাহানি সিরিয়াসলি নিচ্ছি। যাতে এসব না ঘটে সেজন্য শান্তিবাহিনী বৃদ্ধি করেছি। বিএনপির নির্বাচন বাতিল দাবি সম্পর্কে তিনি বলেন, নির্বাচন কেমন হয়েছে তা সংবাদ মাধমেও আপনারা দেখিয়েছেন। বিএনপির অনেক অভিযোগ আমরা আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়ার ব্যবস্থা করছি। এছাড়া ইউএনও’র কার্যালয়েও মনোনয়নপত্র জমা নেয়ার ব্যবস্থা করেছি।
Be the first to comment on "বিশৃঙ্খলাকারীদের শাস্তি দেয়া হবে : সিইসি"