নিউজ ডেস্ক : বিয়ের প্রলোভনে প্রেমিকাকে হোটেলে নিয়ে রাত্রিযাপনের পর পালিয়ে আসা প্রেমিক স্কুল শিক্ষকের বাড়িতে গত দুইদিন ধরে বিয়ের দাবিতে অনশন শুরু করেছে এক কলেজ ছাত্রী। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের।
সূত্রে জানা গেছে, ওই গ্রামের সুনীল বালার পুত্র রাংতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সঞ্জিত বালার সাথে একই উপজেলার আস্কর গ্রামের হরেন ওঝার কন্যা লতিকা রানীর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। লতিকা উপজেলার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের স্নাতক শেষবর্ষের ছাত্রী। প্রেমের সম্পর্কের সূত্রধরে গত ২৮অক্টোবর বিয়ের প্রলোভনে সঞ্জিত তার প্রেমিকা লতিকাকে নিয়ে নগরীর আবাসিক হোটেল মেলোডিতে স্বামী স্ত্রী পরিচয়ে রাত্রিযাপন করে। শনিবার ভোরে সঞ্জিত তার প্রেমিকা লতিকাকে হোটেলের কক্ষে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে লতিকা বরিশাল থেকে ফিরে ওইদিন (শনিবার) দুপুর থেকেই বিয়ের দাবিতে প্রেমিক সঞ্জিত বালার বাড়িতে অনশন শুরু করে।
ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার জানান, খবর পেয়ে তিনি লতিকাকে অভিযুক্ত সঞ্জিতের বাবা ও মায়ের জিম্মায় রেখেছেন। তিনি আরও জানান, ঘটনার পর থেকে সঞ্জিত আত্মগোপনে রয়েছে। তার পরেও সামাজিকভাবে বিয়ের জন্য সঞ্জিতকে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।
Be the first to comment on "বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে অনশন"