শিরোনাম

বেরোবির প্রথম সিনেট অধিবেশন প্রায় ৩৪ কোটি টাকার বাজেট

নিউজ ডেস্ক : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে  (বেরোবি) ২০১৬-১৭ অর্থ বছরের জন্য ৩৩ কোটি ৬৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের নির্মাণ প্রক্রিয়াধীন ১০ তলা ছাত্রী হলের নামকরণ করা হয় ‘শেখ হাসিনা ।

আজ রবিবার বেরোবির ইনফরমেশন অফিসার মোহাম্মদ আলী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়।

সুত্র মতে উৎসব মুখর পরিবেশে  শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বেরোবির  প্রথম সিনেট অধিবেশন  বাজেট ঘোষনা ও শেখ হাসিনা ছাত্রী নিবাসের নামক করনের সিদ্ধান্ত গৃহিত হয়। বেরোবির প্রশাসনিক ভবনের সভা কক্ষে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিনেট অধিবেশনে অন্যান্য সিদ্ধান্তের মধ্যে  বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট এর নাম পরিবর্তন করে ‘ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট’ এবং সকল বিভাগের বিভাগীয় প্রধানের পরিবর্তে ‘চেয়ারপার্সন’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিবেশনে সিনেট সদস্য হিসেবে রংপুর-৫ আসনের সংসদ সদস্য এইচ. এন. আশিকুর রহমান, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ মোতাহার হোসেন, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মোছাঃ মাহবুব আরা বেগম গিনি, মহিলা আসন-৩ এর সংসদ সদস্য বেগম হোসনে আরা লাৎফা ডালিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ অর্থ বছরের জন্য ৩৩ কোটি ৬৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। তবে এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে ২৭ কোটি ১৪ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ৬ কোটি ৫০ লাখ টাকা আয় ধরা হয়েছে।

আলোচনায় অংশ নিয়ে সিনেট সদস্য ও সংসদ সদস্য এইচ. এন. আশিকুর রহমান বলেছেন, এই বিশ্ববিদ্যালয়ে আমাদের স্বপ্নের একটি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে আরো উন্নয়ন প্রয়োজন। তিনি অবিলম্বে একটি মাস্টার প্লান তৈরির প্রতি গুরুত্বারোপ করেন। পাশপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ভৌত অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে সকলেই মত প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "বেরোবির প্রথম সিনেট অধিবেশন প্রায় ৩৪ কোটি টাকার বাজেট"

Leave a comment

Your email address will not be published.


*