নিউজ ডেস্ক : উইকেট বোলিং সহায়ক ছিল। টসভাগ্য যাদের দিকে হেলে পড়বে ম্যাচের ভাগ্যও অনেকটাই ঘুরে যাবে তাদের দিকে। আইরিশ কন্ডিশনে এমনটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। টসে জিতে বোলিং বেছে নিতে ভুল করেননি মাশরাফি। বোলারদের দাপটে মাত্র ১৮১ রানেই অলআউট হয়ে গেল স্বাগতিক আয়ারল্যান্ড! মুস্তাফিজ ৪টি, অধিনায়ক মাশরাফি এবং অভিষিক্ত সানজামুল ২টি করে উইকেট নেন।
ডাবলিনের মালাহাইডে টসে জিতে ফিল্ডিং বেছে নেওয়ার পর দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। রুবেলের করা প্রথম ওভার মেডেনের পর দ্বিতীয় ওভারেও মেডেন উইকেট নিয়েছেন মুস্তাফিজ। তার অফ স্টাম্পের বাইরের বলটি খোঁচা মেরে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন পল স্টার্লিং। স্টার্লিংয়ের বিদায়ের পর একটু হাত খোলার চেষ্টা করছিলেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। তাকে কট অ্যান্ড বোল্ড করে শুরু করেন তরুণ মোসাদ্দেক হোসেন সৈকত। আইরিশ দূর্গে তৃতীয় আঘাত হানেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ঘূর্ণিবল বুঝতে না পেরে বোল্ড হয়ে যান ১২ রান করা অ্যন্ডি ব্যালব্রেইন।
চতুর্থ উইকেটে এড জয়েস এবং নেইল ওব্রেইনের ৫৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আইরিশরা। কিন্তু কাটার মাস্টার আছেন না? তার বলে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান নেইল ওব্রেইন (৩০)। এরপর মঞ্চে আবির্ভাব অভিষিক্ত সানজামুল ইসলামের। প্রথম ওভারেই প্রথম আন্তর্জাতিক উইকেট তুলে নেন তিনি। ২৯ ওভারের শেষ বলে এড জয়েসকে (৬) তামিম ইকবালের ক্যাচে পরিণত করেন তিনি।
আইরিশদের তখন ঘোর বিপদ। জোড়া আঘাতে সেই বিপদ আরও বাড়িয়ে দেন কাটার মাস্টার মুস্তাফিজ। আগেরবার সাব্বির রহমান কেভিন ওব্রায়ানের (১০) ক্যাচ ছাড়লেও মোসাদ্দেক হোসেন সেই ভুল করেননি। মুস্তাফিজের তৃতীয় শিকারে পরিণত হন তিনি। এখনেই শেষ নয়; দ্য ফিজের শর্ট বলে আয়ারল্যান্ডের শেষ বিশেষজ্ঞ ব্যাটসম্যান গ্যারি উইলসন (৬) মুশফিকুর রহিমের গ্লাভসবন্দী হন। যদিও টিভি রিপ্লেতে দেখা গেছে বলটি আসলে উইলসনের পায়ে লেগেছিল।
আইরিশদের অষ্টম উইকেটের পতন ঘটনা অভিষিক্ত সানজামুল ইসলাম। ব্যারি ম্যাককার্থিকে (১২) এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে দ্বিতীয় আন্তর্জাতিক উইকেট পান তিনি। ৯ রানের ব্যবধানে অধিনায়ক মাশরাফির বলে মুশফিকুর রহিমের গ্লাভসে ধরা পড়েন ডকরেল। আইরিশদের শেষ উইকেটটাও ছেঁটে দেন তিনি। ৪৬.৩ ওভারে ১৮১ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
Be the first to comment on "বোলারদের দাপটে ২০০ রানও করতে পারল না আয়ারল্যান্ড!"