নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৪০ মেট্রিকটন চাল আটক করেছে র্যাব। এ সময় পাঁচজনকে আটক করা হয়। আজ সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের আলমনগরের মক্কা-মদিনা অ্যাগ্রো ফুড নামের একটি রাইছ মিল থেকে এসব চালসহ তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন রাইছ মিল মালিক কামাল মিয়া, ট্রাকচালক জসিম উদ্দিন, আবদুস ছাত্তার ও রানা এবং মুসলিম মিয়া।
র্যাব সূত্রে জানা গেছে, নরসিংদীর শিবপুর ও শেপুর জেলা সদর থেকে দুটি ট্রাকে করে আশুগঞ্জে সরকারি চাল আনা হচ্ছে এমন গোপন সংবাদ পাওয়া যায়। ওই সংবাদের সূত্র ধরে আজ সোমবার ভোর থেকে আশুগঞ্জ সদর ইউনিয়নের আলমনগরের মক্কা-মদিনা অ্যাগ্রো রাইছ মিলে অভিযান চালায় র্যাবের একটি দল।
অভিযান চলাকালে রাইছ মিলের সামনে থাকা দুটি ট্রাক থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৮০০ বস্তা (৪০ মেট্রিকটন) চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় মিল মালিক ও দুই ট্রাকের চালক এবং চালক সহযোগীদের আটক করা হয়েছে। র্যাব ১৪ এর ভৈরব ক্যাম্পের কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Be the first to comment on "ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ মেট্রিকটন সরকারি চালসহ আটক ৫"