নড়াইল প্রতিনিধি॥ চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারত পৌছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উঠেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দিল্লির রাষ্ট্রপতি ভবনে। বাংলাদেশের বিখ্যাত ইলিশ ভারতীয়দের খুব প্রিয়। বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের ইলিশের নাম শুনলেই জিভে জল আসে। তাই তো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার প্রিয় প্রণবদার জন্য ৩০ কেজি ইলিশ উপহার হিসেবে নিয়ে গেছেন। রাষ্ট্রপতির জন্য শুধু ইলিশ নয় ধুতি ও পাঞ্জাবীও নিয়েছেন প্রধানমন্ত্রী। প্রণবপত্মি শুভ্রা ছিলেন ঐতিহ্যবাহী জেলা নড়াইল এর সদর উপজেলাধীন ভদ্রবিলা গ্রামের মেয়ে। তিনি যতদিন বেঁচে ছিলেন, প্রতিবারই তার জন্য জামদানি শাড়ি নিয়ে যেতেন প্রধানমন্ত্রী । বাংলাদেশের মেয়ে শুভ্রার প্রয়াণের পর শ্রদ্ধা জানাতে দিল্লি ছুটে যান শেখ হাসিনা। এবার মেয়ে প্রিয় শুভ্রা দি নেই তাই প্রণবকন্যা শর্মিষ্ঠার জন্য নিয়েছেন রাজশাহী সিল্কের শাড়ি। জামদানি ছেড়ে রাজশাহী সিল্ক এবারই প্রথম। আরো রয়েছে নানা রকমের বিখ্যাত বাঙ্গালি মিষ্টি। সাত বছর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ভারত সফর শুরুই হয় এক চমকের মধ্য দিয়ে। ভারতের শিল্প প্রতিমন্ত্রী বাঙালি গায়ক বাবুল সুপ্রিয় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরের টেকনিক্যাল এরিয়ায় শেখ হাসিনাকে স্বাগত জানাবেন বলেই আগে থেকে ঠিক ছিল। বাবুলও হাজির ছিলেন সময়মতোই। কিন্তু সবাইকে চমকে দিয়ে প্রটোকলের তোয়াক্কা না রেখে আচমকাই উপস্থিত স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! দক্ষিণ এশিয়ার দুই বন্ধুর হাতে হাত সহাস্য মুখের ছবি ততক্ষণে গণমাধ্যমের শীর্ষ ছবি। স্বয়ং নরেন্দ মোদি জানিয়ে দেন, বাংলাদেশ ও ভারত সম্পর্কে নতুন উচ্চতায় নিয়ে যেতে দুই দেশই সংকল্পবদ্ধ।শুধুমাত্র প্রণব মুখার্জি ও তার পরিবারের জন্য উপহার নিয়ে গেছেন প্রধানমন্ত্রী তা কিন্তু নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার পরিবার, বিরোধীদলীয় নেত্রী সোনিয়া গান্ধী ও তার পরিবারের জন্যও বিশেষ বিশেষ উপহার আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তালিকায়। উল্লেখ্য যে, ২০১৩ সালে নড়াইল ভ্রমণে আসেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। এ সময় তাঁর সহধর্মিনী শুভ্রা মুখার্জীও ছিলেন। প্রণব মুখার্জী তার শ্বশুরালয় ভদ্রবিলা গ্রাম পরিদর্শনের পর শুভ্রা মুখার্জীর মামা বাড়ি তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া গ্রামেও যান। সেখানে তাঁর মামাতো ভাই কার্ত্তিক ঘোষ তাঁদেরকে উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন। এরপর তিনি ভিক্টোরিয়া কলেজের ছাত্রীদের সুবিধার্থে একটি ছাত্রী হোস্টেল নির্মাণের উদ্যোগ নেন এবং পরবর্তীতে তার কাজ সমাপ্তও করেন। বর্তমানে নড়াইল জেলা শহর থেকে সামান্য দূরে বাঁশভিটা নামক স্থানে স্বর্গীয়া শুভ্রা মুখার্জীর নামে একটি হাসপাতাল নির্মানের কাজ চলছে।
Be the first to comment on "ভারতের রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর ইলিশ উপহার"