শিরোনাম

ভূমধ্যসাগরে দুই শতাধিক শরণার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক : ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টার সময় রাবারের তৈরি দুইটি নৌকা ডুবে প্রায় দুই শতাধিক শরণার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৫ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্প্যানিশ একটি দাতব্য সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। তবে শরণার্থীদের জাতীয়তা জানা যায়নি। দাতব্য সংস্থাটি বলছে, রাবারের দুইটি নৌকা ডুবে অন্তত ২৪০ জনের মৃত্যু হয়েছে। এ ধরনের নৌকা অন্তত ১২০ জনের ধারণক্ষমতা রাখে।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইএমও) এর তথ্যানুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ৫৫৯ জনের মৃত্যু হয়েছে। ২০১৬ সালে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে পাঁচ হাজার শরণার্থীর প্রাণহানি হয়।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ভূমধ্যসাগরে দুই শতাধিক শরণার্থীর মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*