নিউজ ডেস্ক : ভূমধ্যসাগর থেকে শুক্রবার ৪ হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির নৌবাহিনী ও উপকূলরক্ষীরা।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলরক্ষীদের অভিযানে ৩৪টি নৌযান থেকে প্রায় ৩ হাজার ৪০০ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।
আর ৬ শতাধিক অভিবাসন প্রত্যাশীকে সিসিলির প্রণালী থেকে ইতালির নৌবাহিনীর মার্গোত্তিনি, গ্রিকালে এবং বেত্তিকা জাহাজের মাধ্যমে উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার ইতালির উপকূলরক্ষীরা ১৩৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে।
Be the first to comment on "ভূমধ্যসাগর থেকে ৪ হাজার শরণার্থী উদ্ধার"