নিউজ ডেস্ক : জিও টেলিকমের সঙ্গে অসহযোগিতা করার অভিযোগে ৩ হাজার ৫০ কোটি রুপি জরিমানা হতে চলেছে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার। বাজারে আসার পর থেকেই জিও টেলিকমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, ভোডাফোন, এয়ারটেল ও আইডিয়ার গ্রাহকদের কাছে জিও থেকে ফোন করা যাচ্ছে না। বলা হয়, এই তিন সংস্থা ইচ্ছা করে ফোনের লাইনে গোলমাল পাকিয়ে রেখেছে, যাতে জিওর গ্রাহকরা ফোন করতে না পারে। যদিও, অভিযোগ উড়িয়ে দেয় তিন সংস্থাই। গোটা ঘটনার প্রেক্ষিতে টেলিকম রেগুলেটরি সংস্থা ট্রাই তদন্তে নামে। শুক্রবার সেই তদন্তের ভিত্তিতেই ট্রাই জানায়, দোষ এই তিন সংস্থারই। ভোটাফোন ও এয়ারটেলকে এই দোষে মোট ১৯ বৃত্তের প্রতিটি পিছু ৫০ কোটি রুপি করে জরিমানা দিতে হবে। আইডিয়ারা ক্ষেত্রে একই অঙ্কের জরিমানা দিতে হবে ১৬ বৃত্তের জন্য। গ্রাহক পরিষেবার নিয়ম মাফিক, একাধিক সংস্থার মধ্যে সংযোগ রক্ষার ক্ষেত্রে ১০০০টি কলের মধ্যে ৫টির বেশি কল ব্যর্থ হওয়ার কথা নয়। এক্ষেত্রে দেখা গেছে, জিওর প্রায় ৭৫ শতাংশ ফোন কলই ব্যর্থ হয়েছে। যেটি ভয়ানক অন্যায় বলেই মত প্রকাশ করেছে ট্রাই। বলেছে, এটি সুস্থ টেলিকম পরিষেবার পরিপন্থী, তাই শাস্তি অনিবার্য। যদিও এই তিন সংস্থার তরফে এ নিয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আজকাল
Be the first to comment on "ভোডাফোন, এয়ারটেল, আইডিয়াকে ৩ হাজার ৫০ কোটি রুপি জরিমানা"