লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: লোহাগড়ায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় ক্ষতিগ্রস্থ হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকান ও মন্দির পরিদর্শন করলেন ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শুক্রবার (২২ জুলাই) দুপুরে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলÑজাসদ সভাপতি সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এমপি, আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া এমপি , মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস এমপি ,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবদুল্লাহ হিল কাইয়ূম ,জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা , এসময় হাসানুল হক ইনু বলেন- ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করা হচ্ছে। আমরা সেই রামুর ঘটনা থেকে দেখি, নাসিরনগর ঘটনা থেকেও দেখি: সকল ঘটনার সাথে একটি যোগসূত্র খুঁজে পাওয়া যায়। এসব ঘটনা পরিকল্পিত। এ ঘটনার উদ্দ্যেশ্য একটাই-আমাদের সমাজে সাম্প্রদায়িক বীজ বপন করা, সরকারকে বিব্রত করা। দেশের জনগণকে অস্থিতিশীল করা। এখানে যে ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী ঘটনা শোনার পরই দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আমরা চাই এ ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: সুবাস চন্দ্র বোস,সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান, জেলা জাসদ সভাপতি এ্যাডঃ আবদুস ছালাম খান, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি এ্যাডঃ মোঃ নজরুল ইসলাম, সাধারন সম্পাদক প্রভাষক খান, আমিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি শিকদার আজাদ রহমান, যুগ্ম সাধারন সম্পাদক রাশিদুল বাশার ডলার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক শেখ সিহানুক রহমান, দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন,আওয়ামীলীগের সভাপতি সরদার ওহিদুর রহমান, প্রমুখ।
লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সাম্প্রদায়িক হামলায় দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার পর্যন্ত মোট ৯ জনকে আটক করা হয়েছে। তাদের প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
উল্লেখ্য গত ১৫ জুলাই লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার আকাশ সাহা নামে এক যুবকের বিরুদ্ধে ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করে পোষ্ট দেয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুদ্ধ লোকজন সাহাপাড়ার ৩টি বাড়ি , ৬টি দোকান ও দু’টি পূজামন্ডপ ভাংচুর করে এবং একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও স্থানীয় প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফেসবুকে মহানবী (সাঃ) কে নিয়ে পোস্ট দিয়ে ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়া এবং এর জের ধরে হিন্দুদের বাড়ি ও দোকান ভাংচুর এবং আগুন দেয়ার অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে।
Be the first to comment on "মহানবীকে (সাঃ) কটুক্তি,১৪ দলের হামলা এলাকা পরিদর্শন"