নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক সেবনের অপরাধে ২৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত পরিচালিত এক বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়। জানা যায়, রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল, মোহাম্মদপুর, উত্তরখাঁন, রমনা, ডেমরা, গেন্ডারিয়া, হাজারীবাগ এলাকা থেকে আটকের পর ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন। ডিএমপির বিশেষ এই অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান ও মো. আঃ সালাম। এদিকে সাজাপ্রাপ্ত আসামিদের ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
মাদক সেবনের অপরাধে ২৮ জনের কারাদন্ড

Be the first to comment on "মাদক সেবনের অপরাধে ২৮ জনের কারাদন্ড"