শিরোনাম

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২৫

নিউজ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহসড়কে মির্জাপুর উপজেলার দুল্যা মনসুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালকসহ ২জন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ট্রাক চালকের নাম মোস্তাফা মিয়া (৪০)। বাড়ি নাটোরের বনপাড়াতে বলে পুলিশ জানিয়েছে। অপরজনের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। সকাল আটটার দিকে রেকার দিয়ে যানবাহন রাস্তার উপর থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু করে।
পুলিশ জানান, ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস সামনে থাকা একটি ট্রাককে অতিক্রম করছিল। এসময় বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যানের সাথে
বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় বাসের পেছনে অপর একটি বাস ও কাভার্ড ভ্যানের পেছনে অপর একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে চারটি গাড়ির সমানের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে মির্জাপুর ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে তাঁরা উদ্ধার কাজ করে কমপক্ষে ২০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১জন মারা যান।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এস আই) বাবলু শেখ জানান, নিহতদের লাশ পুলিশের কাছে রয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২৫"

Leave a comment

Your email address will not be published.


*