নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর রিভিউ আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৫ জুলাই।
রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২১ জুন) এ দিন ধার্য করেন অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত ।
সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় শুনানির দিন ধার্যের আবেদনটি দাখিল করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
Be the first to comment on "মীর কাসেম আলীর রিভিউ শুনানি ২৫ জুলাই"