রাশেদ জামান,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ॥ নড়াইলের লোহাগড়ায় সোমবার বিভিন্ন স্কুল ও সরকারি অফিস চত্বরে শতাধিক বৃক্ষ রোপন করা হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় লোহাগড়া উপজেলা যুবলীগ মাঠ পর্যায়ে বৃক্ষ রোপন করছে।
জানা যায়, মুজিব বর্ষ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর, থানা চত্বর ও সরকারি-বেসরকারি স্কুল চত্বরে শতাধিক বনজ ও ফলজ বৃক্ষের চারা রোপন করা হয়েছে। নড়াইল জেলা যুবলীগের আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান বৃক্ষ রোপনের নেতৃত্ব দেন।
এসময় লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বি,এম কামাল হোসেন, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূঁইয়া, নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তারিক হাসান, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শেখ ছদরউদ্দিন শামীম, যুবলীগ নেতা শেখ মহসিন উদ্দিন, মিজানুর রহমান মিন্টু, শিল্পী মিলু ঠাকুর, গিয়াসউদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
Be the first to comment on "মুজিব বর্ষ উপলক্ষে লোহাগড়ায় যুবলীগের উদ্যোগে বৃক্ষ রোপন"