শিরোনাম

মোদিকে অভিনন্দন ট্রাম্পের

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সন্ধ্যায় মোদিকে ফোন করেন ট্রাম্প। উত্তরপ্রদেশে বিজেপির বড় জয়কে কেন্দ্র করেই মোদিকে ফোন করেন ট্রাম্প।
মোদির দাপটে ভর করেই উত্তরপ্রদেশে সরকার গড়েছে বিজেপি। পাঁচ রাজ্যের বিধানসভায় ভোটেও বিজেপির বড় ধরনের সাফল্য চোখে পড়েছে।
গত বছরের নভেম্বরে নোট বাতিলের ঘোষণার পর মোদি সরকারের জনপ্রিয়তায় ভাটা পড়বে বলে আঁচ করেছিলেন অনেকেই। তবে মার্চ মাসের শুরুতে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল মোদির জনপ্রিয়তারই জানান দিয়েছে।
তার নেতৃত্বে সমাজবাদী পার্টির হাত থেকে উত্তরপ্রদেশ ছিনিয়ে নিয়েছে বিজেপি। ৪০৩টি আসনের মধ্যে ৩১২টিই তাদের দখলে গিয়েছে। উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরেও সরকার গড়তে সক্ষম হয়েছে তারা। শুধুমাত্র পাঞ্জাবই তাদের হাতছাড়া হয়েছে।
ব্রিটেন, জার্মানি, চীন বা রাশিয়া নয় প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ট্রাম্প প্রথম ফোনটি মোদিকেই করেছিলেন। জানুয়ারিতে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে বসার পর থেকে এ নিয়ে দ্বিতীয়বার দুই রাষ্ট্রনেতা ফোনে কথা বললেন।

basic-bank

Be the first to comment on "মোদিকে অভিনন্দন ট্রাম্পের"

Leave a comment

Your email address will not be published.


*